কোটি টাকার বসতভিটার জায়গা দখলে নিতে মরিয়া সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২১ ১৮:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুলাই ২০২১ ১৮:১৭

ছবি সমসাময়িক
নিজস্ব প্রতিনিধি।। চট্টগ্রামে পটিয়া পৌর সদর পোস্ট অফিস সংলগ্ন এলাকায় মৃত সুলতান আহমদ সওঃ এর পরিবারের আদালতে বিচারাধীন কোটি টাকা জায়গা দখলে নিতে সিন্ডিকেট নানান ভাবে পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। সৃষ্ট বিরোধ নিয়ে অজ্ঞাত লোকজন মৃত সুলতান আহমদ সওঃ পুএ মোঃ ফোরকান (৩৪)নামে এক ব্যাক্তিকে হত্যার হুমকি ধামকি দিয়েছে মর্মে অভিযোগ তুলেন। সুএে জানাযায়, দীর্ঘদিন যাবত তার সাথে প্রতিপক্ষ একটি গ্রুপের সাথে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে পটিয়া থানা ও সহকারী কমিশনার (ভুমি পটিয়া ) উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা জজ আদালতে মামলা চলমান রয়েছে। কিন্তু একটি মহল বার বার জায়গাটি হস্তান্তর নতুবা বিক্রির জন্য সিন্ডিকেট কাজ করছে বলে ফোরকান দাবি করেন। ফোরকান এর ধারণা তার বসতভিটা থেকে উচ্ছেদ করতে একটি মহল নানানভাবে পায়তারা চালাচ্ছে। তাঁরাই বহিরাগত সন্রাসী দলবল নিয়ে বিভিন্নভাবে হত্যা হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছে বলে তিনি অভিযোগ করে। ব্যাবসায়ি মোঃ ফোরকান বিষয়টি এলাকার ব্যাবসায়ি সুশীল সমাজের লোকজন কে অবহিত করেছেন।তার আইনজীবীর সাথে কথা বলে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। ফোরকান জানান জায়গা নিয়ে বিরোধ উটলেই আদালতে মামলা দায়ের করি আদালত যে সিদ্ধান্ত দেবে সেটাই মেনে নেব কেউ গায়ের জোরে বসতভিটা থেকে উচ্ছেদ আমার দীর্ঘদিনের ভোগদখলীয় পৈতৃক জায়গা দখল নিতে সন্রাসী কার্যক্রম চালায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবেন বলে আমি আশাবাদী। ফোরকান এর পরিবার বিষয়টি জাতীয় সংসদের হুইপ পটিয়ার আলহাজ্ব শামসুল হক চৌধুরীকে ইতিমধ্যে অবহিত করে রেখেছেন বলে জানান।


আপনার মূল্যবান মতামত দিন: