
মা মা করে ডাকছে ছানারা,
পেটে আজ ওদের বড় ক্ষুধা।
সেই যে ভোর বেলা,
মা ওদের জন্য আদার আনতে গেলা।
এখনো মা আসলো না ফিরে,
ওদের খাবার জোটে মাকে ঘিরে।
মা যে পরিবারে অন্যের ভালোবাসা,
তাকে নিয়ে ছানাদের বাঁচার আশা।
মাকে তারা আপন করে চাইছে,
জানে না ছানারা,মায়ের কপালে কি ঘটেছে।
পাষন্ড শিকারীর দল,
ফাঁদ পেতেছিল কাল।
মাকে তারা ধরে নিয়ে গেছে,
এতক্ষণে কাবাব বানিয়ে খাচ্ছে।
দিন যায় রাত যায়,
মা আর ফিরে আসে নাই।
আহা! আজ ছানাদের কি পোড়া কপাল,
খাবার ছাড়া হয়ে পড়েছে দূর্বল ।
খেতে না পেয়ে তারা আজ হাড্ডিসার,
মৃত্যুকে কাছে টেনে নিল এবার।
পোকামাকড়ে তাদের শরীর খেলো,
বাসাটা খালি পড়ে রইল ।
শিকারী তোমরা বিবেক জাগ্রত করো,
তোমাদের শখে প্রকৃতি ধ্বংস হলো।
এ পাপে কাকে দায়ী করবে?
নিজেদের পাপে নিজেরাই মরবে।

আপনার মূল্যবান মতামত দিন: