যশোরে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১ ১৪:০৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুলাই ২০২১ ১৪:০৮

ছবি সমসাময়িক

কে.এম আলী।।

যশোরের অভয়নগরে পলী বেগম (৪০) নামে এক গৃহবধুু গলায় ওড়না পেঁচিয়ে আত্ম-হত্যা করেছেন। মৃত পলী বেগম উপজেলার তালতালা গ্রামের গ্যারেজ মিস্ত্রী তারা মিঁয়ার স্ত্রী। ২৮ জুলাই (বুধবার) সকাল ১১ টায় নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান এলাকাবাসী। তারা বলেন সে দীর্ঘদিন গাইনী রোগে ভুগছিলেন, পেটের যন্ত্রণা সইতে না পেড়ে আত্মহত্যা করতে পারে বলে তাদের ধারণা। পরিবারিক সুত্রে জানা যায়, মৃতের রিয়াজ (১৮) ও মীম (৭) নামের দুটি সন্তান রয়েছে। ঘটনার দিন সকালের খাবার শেষ করে তারা মিঁয়া গ্যারেজে চলে যায়। তার কিছুক্ষন পর মেয়ে কে বাবার কাছে পাঠিয়েদেন পলী বেগম। মেয়ে মীম কিছু সময় পরে বাড়ি এস মায়ে ঝুলন্ত দেহ দেখতে পান। তার চিৎকারে আসপাশের মানুষ ছুটে এসে পলী বেগম কে নামাবার আগেই তিনি মারা জান। এ বিষয়ে অভয়নগর থানার এস আই মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমার ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এবং পরে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে!


আপনার মূল্যবান মতামত দিন: