
কে.এম আলী।।
যশোর সদর উপজেলায় বসুন্দিয়া - নড়াইল রোড কেফায়েত নগর গ্রামে হাসান আলী, বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় সাইনবোর্ড বিহীন মাহাবুবুর রহমান, নামে ঢাকা থেকে আগত হটাৎ এক এমবিবিএস (এমডি) ডাক্তার ও হোমিওপ্যাথিক "বিএইচএমএস" (এমডি), ডাক্তারের আবির্ভাব ঘটেছে। রোগী দেখার স্থানটিতে কোন প্রকার সাইনবোর্ড না থাকলেও প্রেসক্রিপশন প্যাডে দেশ-বিদেশের উচ্চ ডিগ্রি লিখতে পিছনে পড়েননি তিনি।বড় বড় ডিগ্রি ব্যবহার করে স্কিন ডিজিজ, সেক্স, (মেডিসিন স্পেশালিস্ট) প্যারালাইসিস, রিউমেটিক, কিডনি স্টোন, ব্রেস্ট টিউমার, রেকটাম ক্যান্সার, পাইলস, ফিটছুলা, পলিপাস, মা ও শিশু চিকিৎসা সহ বিভিন্ন রোগে চিকিৎসা দিচ্ছেন তিনি। আর তার এই কাজে সহোযোগিতা করছেন স্থানীয় একটি দালাল চক্র, তার বিনিময়ে তারা পাচ্ছে ডাক্তারের ফিস ৫০০ টাকার থেকে কমিশন। কয়েকজন ভুক্তভোগী রোগী জানান ডাক্তারের প্রেসক্রিপশন লেখা ঔষধ সারা বাজার খুজেও পায়নি তারা। অধিকাংশ ঔষুধ বাজারে নেই বললেই চলে।

আপনার মূল্যবান মতামত দিন: