
মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরের কোনাকোলা বাজারে এক প্রভাবশালীর বিরুদ্ধে সরকারি জমি দখলের পর পাঁকা স্থাপনা নির্মানের অভিযোগ করায় বাদিসহ প্রতিবাদীদের মারপিটসহ জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি জমি খেকো রিফাতের নেতৃত্বে এক ছাত্রনেতাসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা সোমবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটিয়েছে। আর এ বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। জানাযায়, উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা বাজারে স্থানীয় মৃত রেজাউল করিমের ছেলে রিফাত ও তার পরিবারের লোকজন রাস্তার পাশে সরকারি জমি দখল করে চারটি পাঁকা দোকানঘর নির্মান করে। অভিযোগ রয়েছে এলাকাবাসী নির্মান কাজে বাধা দিলেও কোন কর্নপাত করা হয়নি। ফলে এ ব্যাপারে পরিত্রান পেতে এলাকাবাসীর পক্ষে স্থানীয় কবির হোসেন বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। ফলে এসিল্যান্ড অফিসের কানুনগো আকরামুল ইসলাম সোমবার বিকেলে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান।

আপনার মূল্যবান মতামত দিন: