অভয়নগরে খাদ্য অধিদপ্তর কর্তৃক ও.এম.এস’র চাউল-আটা বিতরণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জুলাই ২০২১ ১৪:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২১ ১৪:১৬

ছবি সমসাময়িক

কে.এম আলী।।

অভয়নগরে ডিলারদের মাধ্যমে ২৫ জুলাই রবিবার থেকে বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর পরিচালিত ও.এম.এস’র চাউল-আটা বিতরণ শুরু হয়েছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় বৃহৎ জনগোষ্ঠির আর্থিক সহায়তার জন্য গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুই সপ্তাহ ব্যাপী সারা দেশে ও.এম.এস’র চাল বিতরণ শুরু করেছে। জনপ্রতি ৩০/-(ত্রিশ) টাকা দরে ৫ (পাঁচ) কেজি চাউল ও ১৮/-(আঠারো) টাকা দরে ৫ (পাঁচ) কেজি আটা দেওয়া হচ্ছে। সকাল ৭.০০টা থেকে দুপুর ১২.০০টা পর্যন্ত এ বিতরণ কার্যক্রম চলছে। করোনাকালীন কম মূল্যে মানসন্মত ও.এম.এস’র চাউল-আটা পেয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে জনসাধারণ। এ বিষয়ে ডিলার মোঃ গোলাম জহিরুল হক লিখন সাংবাদিকদের বলেন, দুই সপ্তাহ ব্যাপী চলা এ কর্মসূচীর আজ দ্বিতীয় দিন। চাহিদা এত বেশি যে সকাল ১০.০০টার ভেতর দিনের বরাদ্দের ১০০০ কেজি চাউল শেষ হয়ে গেছে, ১৫০০ কেজি আটা বিতরণ চলছে।


আপনার মূল্যবান মতামত দিন: