যশোরের চুরি করতে গিয়ে চোর আটক; ৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জুলাই ২০২১ ১০:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জুলাই ২০২১ ১০:০২

ছবি সমসাময়িক
মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে সতীঘাটা নতুন বাজারে আনোয়ারের হোটেল নিরিবিলির তালা ভেঙে চুরি করতে গিয়ে চোর তাজমুল (২৪) নাইট গাইড রবিউল ইসলাম (বেচা) হাতে আটক। জানাযায় , রবিবার ভোর রাতে আনুমানিক রাত ৪ টা দিকে আনারের হোটেলে তালা ভেঙে চুরি করতে গিয়ে নাইট গাইডের হাতে চোর তাজমুল আটক হয়েছে। রবিবার সকালে বাজারের নাইট গাইড চোরকে আটকের পর সতীঘাটা নতুন বাজারে কমিটির নেতৃবৃন্দ হাতে তুলে দেন। এই চুরি ঘটনার বিষয় চোর তাজমুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সতীঘাটা নতুন বাজারে মোট ৪টি দোকান চুরি করেছি তবে বাজারে আনারের হোটেলে দোকানের তালা ভেঙে চুরি করতে গিয়ে নাইট গাইডের হাতে ধরা পড়েছি। এ দিকে সতীঘাটা নতুন বাজারের বাজার কমিটির নেতৃবৃন্দ সকালে আলোচনা সাপেক্ষে চোরের মা তাসলিমার তার ছেলে তাজমুলকে উত্তম মাধম দেয়। এ সময় বাজার কমিটির নেতৃবৃন্দ সালিসের মাধ্যমে চোরকে নগদ ৫ হাজার জরিমানা করে চোর নাজমুলকে বাজার কমিটির নেতৃবৃন্দ কাছে লিখিত সাদা কাগজে মুচলেকা দিয়ে চোর এ বারের মতো বেঁচে যায়, বাজার কমিটির নেতৃবৃন্দ সালিসে শেষে চোরকে তার মার হাতে তুলে দেন। বাজার কমিটির নেতৃবৃন্দ আরো বলেন , এবার থেকে বাজারে কোন দোকানে চুরি ঘটনা ঘটলে সকল দায় ভার চোরের পরিবারকে নিতে হবে বলে জানান। এ মর্মে চোরের পরিবার সকল দায় ভার মেনে নেবে বলে জানান, এ দিকে বাজারের দোকান ব্যবসায়িরা চুরির আতংকে ভুগছেন। এ দোকান চুরি ঘটনায় বিষয় তদন্ত পূর্বক প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।


আপনার মূল্যবান মতামত দিন: