বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২১ ১১:৩৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২১ ১১:৩৮

ছবি সমসাময়িক
মোঃ সবুজ হোসেন, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পবিত্র ঈদ উল আযাহ উপলক্ষে জনপ্রিয় খেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারও পুঁটিয়া গ্রামের বিবাহিত ও অবিবাহিতদের এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুলাই ২০২১) বিকাল ৫ টায় পুঁটিয়া যুবসমাজের উদ্যোগে, বিপুলসংখ্যক দর্শক উপজেলার আলাউদ্দিন নগর নামক মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন। স্থানীয় যুবকরা দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশগ্রহণ করে। খেলায় নির্দিষ্ট সময়ে ৫-৪ গোলে জয়ী হয় অবিবাহিত। হেলথকেয়ারের মেডিকেল ইনফরমেশন অফিসার সান্টু হোসেন রিপন বলেন, যুব সমাজ কে মাদক থেকে দুরে রাখতেই প্রিতি ম্যাচের আয়োজন করা হয়। মাদকের সেবনের ফলে যুবকরা মৃত্যর দিকে ঝুঁকে পড়েন। মাদকের জন্য টাকা পয়সা জোগার করতে তারা বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়েন। তিনি আরও বলেন, ‘সমাজকে মাদকমুক্ত রাখতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তাদের ছেলেমেয়েরা কোথায় কখন কিভাবে কার সাথে মিশেছে তার খোজঁ খবর রাখতে হবে।


আপনার মূল্যবান মতামত দিন: