মনিরামপুরের আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেনের সুস্থ্যতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১ ১২:৪৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুলাই ২০২১ ১২:৪৭

ছবি সমসাময়িক
বিশেষ প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের কৃর্তীসন্তান বিশিষ্ট সমাজসেবক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন আলম করোনা শনাক্ত হওয়ায় তার দ্রুত সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই (শুক্রবার) ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের দ্রুত সুস্থতায় কামনায় যোহরের নামাজের পর শ্যামকুড় ইউনিয়নের ১৯ টি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন প্রতিটি মসজিদের নিজ নিজ দায়িত্বে থাকা ঈমাম সাহেব। ১১ জুলাই ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেনের করোনা পজেটিভ হলে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে একথা প্রকাশ করেন ও তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের তত্ত্বাবধায়নে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান।


আপনার মূল্যবান মতামত দিন: