শ্যামকুড় ইউনিয়নে ভিজিএফ এর চাউল বিতরণ করেন চেয়ারম্যান মনিরুজ্জামান মনি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ জুলাই ২০২১ ১৪:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২১ ১৪:১৬

ছবি সমসাময়িক
উত্তম চক্রবর্তী, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধান মন্ত্রীর তহবিল থেকে এ সহয়তা প্রদান করা হয়। শ্যামকুড় ইউনিয়নের এসব অসহায় দরিদ্রদের প্রত্যেককে ১০ কেজি করে চাউল দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়ন পরিষদের সামনে স্বাস্থ্যবিধি মেনে লাইন দিয়ে সকলকে এ চাউল বিতরণ করেন শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক মনিরুজ্জামান মনি। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সমম্পাদক অজিত ঘোষ, উপজেলা যুবলীগের সদস্য কালাম হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল মমিন, আজগার আলী, আব্দুল মালেক, ত্র্যাডঃ হাবিবুর রহমান, সচিব আব্দুল আলিম, ইউপি সদস্য আব্দুর রশিদ, ইউনুস আলী, বাবর আলী, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম বুলু, মুজিবর রহমান, জিনিয়া সুলতানা, রওশনারা বেগম, রোমেনা খাতুন, শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগনেতা হুসাইনুর রহমান, রুবেল হোসেন, তথ্য সেবা কেন্দ্রের আনোয়ার হোসেন প্রমূখ।


আপনার মূল্যবান মতামত দিন: