
মোঃ শাহ্ জালাল।।
গত কয়েকদিন ধরে "দৈনিক সমসাময়িক নিউজ" সহ বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে ভাসছে যশোরের মণিরামপুর উপজেলার মাছনা গ্রামের মানসিক প্রতিবন্ধী ভ্যানচালক মোস্তাক মোড়ল এর অসহায় জীবনযাপনের গল্প সহ ভিডিও চিত্র। কঠোর অবস্থানে নিউজে নামে দৈনিক সমসাময়িক টিম, শিরোনাম ছিলো "জোটেনি সরকারি সহায়তা, মেলেনি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার এর দেখা"- বিস্তারিত পড়তে লিংকে ক্লিক করুন https://priceyourwork.xyz/HGtS8Waq টাকার অভাবে ভালো চিকিৎসাও নিতে পারেননি সে। তারপর গত আম্পানের আঘাতে তার বসত ঘরটুকুও ভেঙ্গে তচনচ হয়ে যায়। ভ্যান চালিয়ে ছেলে- বৌ-মা নিয়ে কষ্টে জীবন চলে তার। আম্পানে সেই ক্ষত শুকায়নি। এরপর করোনার ভয়াল থাবায় চরম কষ্টে কাটছে তার দিন।


আপনার মূল্যবান মতামত দিন: