
মোঃ ওয়াজেদ আলী, যশোর যশোর:
সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সতীঘাটা পুরাতন বাজারে সততা ভ্যারাইটির টি স্টোরের দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ মালামাল চুরি। জানাযায় সতীঘাটা পুরাতন বাজারে সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্নে পান্তাপাড়া গ্রামের মকিম শিকদারের বড় ছেলে আব্দুল কুদ্দুস দীর্ঘ দিন ধরে সুনামের সহিত তিনি ব্যবস্যা করে আসছে । হঠাৎ করোনা ভাইরাস সংক্রমণের দেশে লক ডাউনে দোকানের মালিক আব্দুল কুদ্দুস ১০ হাজার টাকার সিগারেট , পাঁচ হাজার দোকানের খাবারের মালামাল ঐ দিন মোট ১৫ হাজার টাকার দোকানের সিগারেটসহ খাবারের মালামাল ক্রয় করে তার দোকানে রেখে রাতে তার নিজ বাড়িতে চলে যান। পরের দিন সকালে তিনি দোকানে এসে দেখে আমার দোকানের তালা ভেঙে নগদ অর্থ সহ দোকানের খাবারের মালামাল চুরি করে নিয়ে গেছে। এই দোকান চুরি ঘটনা বাজারে ছড়িয়ে পড়লে স্হানীয় বাজার কমিটিরা তার দোকান চুরি হয়েছে তা দেখে তারা তখন চলে যান। এই ঘটনা বিষয় বাজার কমিটিরা কোন প্রতিবাদ বা কোন কর্নপাত করেনি। এই দোকান চুরি ঘটনায় দোকানের মালিক আব্দুল কুদ্দুস চুরির আতংকে ভুগছেন। এই দোকান চুরি ঘটনা বিষয় এলাকাবাসী তদন্ত পূর্বক প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: