মনিরামপুরে কাশিমনগর ইউপি চেয়ারম্যান আহাদ আলী আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জুলাই ২০২১ ১৫:০৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই ২০২১ ১৫:০৪

ছবি সমসাময়িক
  স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)।। সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে গেলেন যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সবার প্রিয় জিএম আহাদ আলী। হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি রোববার দুপুর সাড়ে ১২ টায় কাশিমনগর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী——রাজেউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বিকেল ছয়টায় কাশিমনগর স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তিনি কাশিমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। আহাদ আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন জানান, জিএম আহাদ আলী বেশ কিছুদিন ধরে ডায়াবেটিক, হৃদরোগসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। কয়েকদির আগে তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে বেশ অসুস্থ হন। এর পর থেকে তিনি নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ইন্তিকাল করেন। অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য জিএম আহাদ আলী ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দীতা করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এলাকায় তিনি বেশ জনপ্রিয় ছিলেন। আহাদ আলীর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু প্রমুখ। এ দিকে আহাদ আলীর মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাস্মদ মুছা, উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবদুল হাই, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক, কৃষকদলের সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমানসহ বিভিন্ন নেতাকর্মীসহ হাজারো মুসল্লি জানাজা নামাজে অংশ নেন। পরে তারা বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ ছাড়াও আহাদ আলী মৃত্যুর খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার তার বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এ ছাড়াও সমবেদনা জানান উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তি বাচ্চু, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, কাশিমনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চিত্ত রঞ্জন দাস, সাধারন সম্পাদক তৌহিদুর রহমান, স্বপন দাস প্রমুখ।


আপনার মূল্যবান মতামত দিন: