কবি অলিয়ার রহমান এর লেখা কবিতা- এলোমেলো

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২১ ০৯:১৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই ২০২১ ০৯:১৬

ছবি সমসাময়িক
 

বাদল দিনে ক্ষণে ক্ষণে হারায় আমি মনে মনে কদম শাঁখে মধূকরের মতো, ভাবি বসে ঘরের কোণে গেলে পারি যুথির বনে বলবো আজি মনের কথা যতো। আকাশ ঢাকা ঘন মেঘে বায়ু আসে ঝড়ের বেগে আমার সেজন যুথিবনে একা , বিজলী যদি আসে ধেয়ে হঠাৎ যাবে কান্না পেয়ে ভাববে বসে -আসতো যদি সখা! আমিই পারি সখা হতে পারি তোমার মূল্য দিতে এই কথাটা হয়নি তোমায় বলা, রাখো যদি বুকের মাঝে নত মুখে মিলন লাজে করবো শুরু জীবন পথে চলা। আকাশ জোড়া বৃষ্টিধারা বাঁধ ভেঙেছে সংজ্ঞাহারা এমন দিনে নাইবা গেলে বনে, ঘূর্ণিবায়ুর রথে চড়ে আঁচলখানি যাবে উড়ে আমায় দেখে লজ্জা পাবে মনে। স্রোতের টানে ভেসে যেতে ফুলগুলি উঠেছে মেতে বৃথা হবে সকল যাওয়া আসা, আঁখি দু'টি সজল করে আর ফিরনা দ্বারেদ্বারে বিনা মালায় হোকনা ভালবাসা। ভেজা চুলের সুবাস নিয়ে কালো চোখে কাজল দিয়ে বসবো ঘরে দুজন মুখোমুখি, মালা দিয়ে কাজ কি হবে? ঘরে যদি নাইবা রবে? নাইবা হবে আমার দু'খে দু'খী। এসো বধূ নুপুর খুলে ভূষণহারা এলোচুলে কাপড় যদি ভেজে ভিজুক তবে, যুথি বনের মালাখানি নাইবা দিলে গলে আনি বিনা মালায় বাসর আজি হবে।

(কাব্যগ্রন্থ - অফুরন্ত অনুভূতি)


আপনার মূল্যবান মতামত দিন: