কবিতা "চলছে আড্ডাবাজি" কবি মোঃ তৈয়েবুর রহমান তাকিব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ জুলাই ২০২১ ০৮:৫৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ জুলাই ২০২১ ০৮:৫৯

ছবি সমসাময়িক
  লকডাউনে উদাস মনে চলছে আড্ডাবাজি, চারিদিকে বিয়ের হিড়িক ব্যস্ত যে তাই কাজী৷ গল্প গুজব চলছে ভালো দিনে কিনবা রাতে, সবাই এখন অনেক খুশি লম্বা সময় হাতে৷ দোকান বন্ধ বাজার বন্ধ সবাই এখন মাঠে, কেউবা আবার যাচ্ছে ছুটে সাগর নদীর ঘাটে৷ চায়ের দোকান হয়না বন্ধ মোদের পল্লী গায়ে, বাঁশ বাগানে বসছে দোকান দেখবে ডানে বায়ে৷ পড়ার টেবিল বই গুলিতে ধরছে সেথায় পোকা, পড়ার কথা বলবে যিনি সে নাকি ভাই বোকা৷ পড়ার কথা শির্ক্ষাথীদের নাইরে আজি মনে, ব্যস্ত তারা ফোনটা নিয়ে নিত্য সারা'ক্ষণে৷ ছোট ছোট ছেলেরা আজ দেখছি বিড়ি টানে, নিষেধ করলে বলছে তারা বাবায় নাকি জানে৷ যাচ্ছে কোথায় মোদের জাতি হয়নি আজও জানা, খারাপ কাজে করলে নিষেধ শুনবেনা কেউ মানা৷ নষ্ট হচ্ছে যুব সমাজ নষ্ট ছেলে মেয়ে, অনেক সুযোগ তাদের হাতে ফোনটা কাছে পেয়ে৷ গভীর রাতে পিতামাতা যখন যাচ্ছে ঘুমে, প্রেমের আলাপ চলছে তখন একলা বসে রুমে৷ তাইতো দেখি সমাজ জুড়ে পড়ছে প্রভাব তারি, কোভিড থেকে বড় যে আজ পরকিয়া মহামারি৷


আপনার মূল্যবান মতামত দিন: