মৎস্য ঘেরে ঘুনি ঝাড়ায় বাধা দেওয়ায় মারপিটের ঘটনায় আহত-৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুন ২০২১ ১৮:১৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২১ ১৮:১৪

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ) ব্যুরো প্রধান, খুলনা।। আশাশুনির গদাইপুরে মৎস্য ঘেরে ঘুনি ঝাড়তে বাধা দেওয়ায় চোরদের মারপিটে ৩জন আহত হয়েছে।এ ঘটনাটি ঘটেছে খাজরা ইউনিয়নের গদাইপুর গ্রামে মৎস্য ঘেরে । এ ব্যাপারে থানায় আনারুল ইসলাম গাজী বাদী হয়ে ৫জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছে। লিখিত এজাহার সুত্রে জানাগেছে গদাইপুর গ্রামের জামাল গাজীর পুত্র আনারুল ইসলাম গাজী ডিডকৃত ৪বিঘা ও তার ছোট ভাই রফিকুল ইসলামের ৪ বিঘা জমি পাশাপাশি ২টি মৎস্যঘের করে আসছে। কিন্তু প্রায় উক্ত মৎস্য ঘের সহ অন্যান্য ঘেরে প্রায় রাতে বাগদা চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির মাছ সংঘ বদ্ধ একদল চোর চুরি করে নিয়ে যায়। চোরদের ধরার জন্য ঘটনার দিন একই গ্রামের খোকন মালির পুত্র বিল্লাল মালী, হজরত আলী মালী ও সোহাগ মোড়লসহ কয়েকজন ঘেরে ঘুনি ঝাড়তে থাকলে ঘের মালিক আনারুল ইসলাম ও তার ভাই সহ ভাইপো রাসেল হোসেন বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে এলাকার ত্রাশ সংঘ বদ্ধ চোর দলের হোতা গদাইপুর গ্রামের খোকন মালীর পুত্র বিল্লারের নেতৃত্বে তার ভাই হজরত আলী, গোয়ালডাঙ্গা গ্রামের রবিউল মোড়লের পুত্র সোহাগ মোড়ল, খোকন মালীর স্ত্রী জেলেখা খাতুন, সোহাগ মোড়লের স্ত্রী খুকুমনি সহ তাদের হাতে থাকা দেশীয় বেআইনী অস্ত্র শস্ত্র দিয়ে অতর্কিতভাবে মারপিট করে তিন জনকে জখম করে। তারা মৎস্য ঘের থেকে আনুঃ ২০হাজার টাকার বাগদা চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে যায়। তাছাড়া ২০হাজার টাকা মূল্যের রেডমি এনড্ররাইট মোবাইল ফোন নিয়ে নেয়। আশপাশের লোকজন খবর পেয়ে জখমী আনারুল তার ভাই রফিকুল ও ভাইপো রাসেলকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যায়। সুস্থ্য না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আশাশুনি হাসপাতালে নিয়ে আসে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ গোলাম কবীরের সাথে কথা বললে তিনি জানান উভয় পক্ষের দুটি লিখিত এজাহার পেয়েছি পুলিশ ঘটনার তদন্ত করছে। চুরি ও মারপিটের ঘটনা প্রমানীত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো বলে জানাগেছে।


আপনার মূল্যবান মতামত দিন: