সতীঘাটা পূর্ব পান্তাপাড়ার রাস্তা সংস্কারের জন্য এলাকাবাসীর দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ জুন ২০২১ ০৬:০৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জুন ২০২১ ০৬:০৩

ছবি সমসাময়িক
  মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা যশোর প্রতিনিধি।। যশোর সদর উপজেলার ১১নং রামনগর ইউনিয়নের সতীঘাটা পুরাতন বাজার হইতে ১১ নং রামনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলমের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। যা দেখার কেউ নেই। সরজমিনে গিয়ে দেখা যায়, সতীঘাটা পুরাতন বাজার হইতে পূর্বপান্তাপাড়ার ইদ্রিস আলমের বাড়ি পর্যন্ত রাস্তাটি ভাঙাচোরা ও গর্তে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে এরাস্তায় হাটু পানি জমে থাকে। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে।পাশ্ববর্তী সতীঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়, চৌঘাটা-ভগবতীপুর মহিলা দাখিল মাদ্রাসা, রামনগর ইউনিয়ন পরিষদ, সতীঘাটা পরিবার পরিকল্পনা অফিস, সতীঘাটা উন্মুক্ত গ্রন্থাগার, সতীঘাটা কেন্দ্রীয় জামে মসজিদসহ পাশ্ববর্তী বাজারগুলোতে হাজার হাজার ছাত্র-ছাত্রী, কর্মজীবি ও শ্রমজীবি মানুষ, মুসল্লিগণ প্রতিদিন যাতায়াত করে। এ রাস্তা দিয়ে ছােট ছােট যানবাহন ও চলাচল করে স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, বিভিন্ন ইট ভাটার মাটি ইট ও বালুবাহী ট্রাক প্রতিনিয়ত চলাচলের কারনে রাস্তার এহেন দশার সৃষ্টি হয়েছে। যা ইটভাটা কর্তৃপক্ষ কোন নজর দেয়নি। রাস্তায় ছােট বড় গর্তের সৃষ্টি হওয়ায় এলাকাবাসীর চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কাছে স্থানীয়দের দাবি, এলাকাবাসী র চলাচলের সুবিধাথে এই রাস্তাটির আশু সংস্কার প্রয়োজন বিধায় উর্ধত্বন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।


আপনার মূল্যবান মতামত দিন: