
সমসাময়িক ডেস্ক: মণিরামপুর উপজেলায় মহামারী করোনায় মৃত্যুবরণকারীদের কাফন-দাফনে নিয়োজিত তাকওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মাঝে পিপি সামগ্রী প্রদান করেছেন যশোর সিটি প্লাজার চেয়ারম্যান আলহাজ্ব ইয়াকুব আলী। গত রবিবার রাত ৮টার দিকে মণিরামপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মাধ্যমে উক্ত পিপি সামগ্রী প্রদান করা হয়। প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেনের নিকট থেকে পিপি গ্রহণ করেন তাকওয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য আশরাফ ইয়াসিন ও যশোর জেলা সমন্বয়কারী নাছিম খানসহ সংগঠনের অন্যান্যরা।
জানাযায়, তাকওয়া ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী সদস্যরা এ পর্যন্ত মণিরামপুরে করোনায় আক্রান্ত ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী ২৯ জনের দাফন সম্পন্ন করেছে। দাফনের কাজে পিপি সামগ্রী গ্রহণের সময় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি জিএম ফারুক আলম, সাবেক সহসভাপতি আব্দুল মতিন, যুগ্ম সম্পাদক হারুণ অর রশিদ সেলিম, সাংগঠনিক সম্পাদক এসএম সিদ্দিক, অর্থ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, আইসিটি সম্পাদক শফিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, সদস্য রাহাত আলী, মোস্তফা আলমগীর কবীর, তাজাম্মুল হুসাইন প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: