
মোঃ ওয়াজেদ আলী কুয়াদা(যশোর)প্রতিনিধি।। যশোর সদরের রামনগর ইউনিয়নের মোবারেক কাঠি গ্রামে জোর পূর্বক জমি দখল করা নিয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় যশোর সদরের রামনগর ইউনিয়নের মোবারেক কাঠি গ্রামের মুনতাজ গাজীর মেয়ে ফাতেমা খাতুন বাদি হয়ে গত ২৫ জুন -২১ যশোর কোতয়ালী মডেল থানায় ৫ জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আসামিরা হলেন, মোবারেক কাঠি গ্রামের ইন্তাজ গাজীর ছেলে মোশারেফ গাজী ( ৫২), ইসহাক গাজী (৩৫), সুলতান গাজী (৩০) এবং মোশারেফ গাজীর ছেলে শাহরিয়ার গাজী ( ২১)।মানিক গাজীর ছেলে বদিয়ার গাজী (৩৫)
বাদি অভিযোগে উল্লেখ করেছেন যে, আসামিরা আমার চাচাতো ভাই ও ভাতিজা। তাদের স্বভাব চরিত্র ভাল না। পরসম্পদলোভী প্রকৃতির লোক। আমি সহ অপর দুই বোন। তারা হলেন, রাবেয়া খাতুন (৩৫), সানজিদা খাতুন (৩৩) ছাড়া আমাদের পিতার কোন ছেলে সন্তান নেই। তাই আসামিরা আমার পিতার সকল সম্পদ-সম্পত্তি নিজেদের নামে লিখে নেয়ার জন্য সবসময় চাপ সৃষ্টি করতে থাকে,এবং প্রায়ই আমাদের পিতা-মাতার সাথে অন্যায় আচরণ করতে থাকে। এমতাবস্থায় আমার পিতা-মাতা আসামিদের অন্যায় আচারণ সহ্য করতে না পেরে এবং সম্পত্তি ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখার জন্য পৈত্রিক বসত বাড়িসহ অন্যান্য জমি,আমাদের তিন বোনের নামে রেজিষ্ট্রি করে দেয়। ফলে আসামিরা আরোও ক্ষিপ্ত হয়ে আমাদের সকলকে মারপিট খুন-জখম করাসহ জোরপূর্বক জমি দখল করে নেয়ার হুমকি-ধামকি প্রদান করতে থাকে। আমি বর্তমানে স্বামী সন্তানসহ আমার পৈত্রিক মালিকানাধীন বাড়িতে বসবাস করছি। বাদি আরো উল্লেখ করেছেন, আসামিরা আমাকে ও আমার পিতা-মাতাকে জোর পূর্বক বসত বাড়ি হতে উচ্ছেদ করে বাড়িসহ জমি দখল করার পায়তারা অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ জুন আনুমানিক রাত ১০ টার সময় আসামিগণ অনধিকার হাতে লাঠিসোটা,লোহার রড,গাছিদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাদির স্বত্ত দখলিয় জমি দখল করে জমির উপর থেকে বসতঘর ভেঙ্গ ও বৃক্ষাদি কেটে ফেলে। তখন তাদেরকে বাধা দিলে তারা খুন জখমের হুমকি দিয়ে আসামি মোশারেফ এর হুকুমে ও সহযোগিতায় সকল আসামিরা আমাকে,বৃদ্ধা পিতা-মাতাসহ আমার স্বামিকে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে নীলাফোলা জখম করে।
এ সময় সকল আসামিরা আমার বসত বাড়ির পাকা বাথরুম, টিউবয়েল, ভাংচুর ও বিভিন্ন প্রকার গাছ-গাছিলী কেটে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এবং জোর পূর্বক বসত বাড়ি দখল করে নিল, আমরা যদি বাড়িতে প্রবেশ করার চেষ্টা করি তাহলে সকলকে খুন করে ফেলবে। আসামিদের হুমকির কারণে আমি, আমার পিতা-মাতা ও স্বামী সন্তান বাড়িতে প্রবেশ করতে সাহস পাচ্ছি না।
এছাড়া ও আসামিগণের বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাদিপক্ষসহ তার পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মূল্যবান মতামত দিন: