ঝাঁপা ও হরিহরনগর ইউনিয়নে দ্বিতীয় দিনের কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১৭:১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১৭:১১

ছবি সমসাময়িক
  উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস।। লকডাউনের দ্বিতীয় দিনে মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ও হরিহরনগর ইউনিয়নে কঠোরভাবে কার্যকর হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) ওষুধ ছাড়া সব দোকানই বন্ধ ছিল। জানাযায়, ৭ দিনের ঘোষিত লকডাউন কার্যকরের জন্য উপজেলা প্রশাসন ও ঝাঁপা পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে দোকানপাট বন্ধ রাখার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের নির্দেশ হয়। সকাল থেকে ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ ওয়াসিম আকরাম সঙ্গী ফোর্স নিয়ে বাজারে টহল দিতে থাকেন, এবং মাস্ক পরার জন্য পথচারীদের আহব্বান জানান। বাজারের প্রত্যেকটি অলিগলি পুলিশের শক্ত অবস্থানের ফলে এ্যম্বুলেন্স ও জরুরী সেবার পরিপবহন ছাড়া কোন ইঞ্জিন চালিত বাহন চলেনি। বাজারের প্রত্যেকটি গলি ছিল ফাঁকা। বিশেষ প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাজারে আসতেও দেখা যায়নি। এসময় সহযোগিতায় ছিলেন, হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী দিনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন কুমার ধর, ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর হোসেন রানা, সমাজসেবক নুরুজ্জামান সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক গ্রাম পুলিশ মিঠু সহ আরো অনেকে।


আপনার মূল্যবান মতামত দিন: