যশোরের কুয়াদায় সাত মাইলে ১ কেজি গাঁজাসহ হাতেনাতে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১৬:৫৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন ২০২১ ১৬:৫৪

ছবি সমসাময়িক
  মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা যশোর প্রতিনিধি।। যশোর সদর উপজেলার কুয়াদায় সাতমাইলনামক স্থানে ১ কেজি গাঁজাসহ বোরহান (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তার আরোও ২ সহযোগী পালিয়ে গেছে। স্বরেজমিনে জানা যায়, যশোর সদর উপজেরার রামনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কামালপুর গ্রামের নুর ইসলাম ওরফে মুদি ব্যবসায়ী নুরু 'র ছেলে বোরহান (২৮) দীর্ঘদীন যাবৎ একই গ্রামের তবিবর এর ছেলে আলোচিত মাদকব্যবসায়ী মুকুল হোসেন (২৯) ও তাড়ি কামরুল তরফদাদের ছেলে মাসুদ (১৮) এর সহযোগী হিসেবে কাজ করছিল। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৬ টার দিকে সদরের কুয়াদা সংলগ্ন সাতমাইল নামকস্থানে মাদক বিক্রি করার সময় তাকে হাতেনাতে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এ ঘটনায় আটক বোরহান জানায়,সে মাত্র ১ হাজার টাকার বিনিময়ে যশোরের বাহাদুর পুর গ্রামের সুমন হোসেনের কাছ থেকে ১ কেজি গাঁজ নিয়ে মুকুল ও মাসুদকে দিচ্ছিল সে সময় তাকে আটক করা হয়। এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানা পুলিশের ওসি (অপারেশনস) সুমন ভক্ত, জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াদা এলাকার সাতমাইলনামক স্থানে অপারেসন চালিয়ে বোরহান নামের এক ব্যক্তিকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এ সময় মুকুল ও মাসুদ নামের আরো ২ মাদকব্যবসায়ী পালিয়ে গেছে। তবে তাদেরকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।অভিযানে উপস্থিত ছিলেন এস আই শাহিনুর রহমান, এস আই তাপস মন্ডল, এস আই সাব্বির রহমান।


আপনার মূল্যবান মতামত দিন: