মণিরামপুর প্রতিনিধি।।

যশোরসহ কয়েকটি জেলায় কোভিড-১৯ (করোনাভাইরাস) সংক্রমণ ও মৃত্যুর হার ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় ভারত সীমান্তবর্তী যশোর জেলায় ৮ উপজেলায় জেলা প্রশাসন ২৩ জুন থেকে আগামী ৩০জুন পর্যন্ত লকডাউনে ঘোষনা দিয়ে গনবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন যশোর জেলা প্রশাসন। ধারাবাহিক এই লকডাউন সফল করতে কঠোর অবস্থানে মণিরামপুর প্রশাসন, এমনটা শোনা গেলেও উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সুন্দলপুর বাজারের চিত্র ছিল ভিন্ন এবং পূর্বের মতোই স্বাভাবিক। অধিকাংশ জনসাধারণের চলাচল ছিল মাস্ক বিহীন।
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে হিমসিম খাচ্ছে যখন যশোর জেলা। যশোর জেলার করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ১নং সূত্রের স্মারকের নির্দেশনার অনুবৃত্তিক্রমে ২১ জুন ২০২১ তারিখে অনুষ্ঠিত যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক যখন ২৩ জুন ২০২১ তারিখ রাত ১২.০১ টা হতে ৩০ জুন, ২০২১ তারিখ রাত ১২:০০ টা পর্যন্ত ৭ দিন কঠোর লকডাউন পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন এমন পূর্বের মতো সুন্দলপুর বাজারের স্বাভাবিক চিত্র একেবারেই বেমানান বললেন স্থানীয় সচেতন মহল। তবে বিষয় নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির সাথে কথা হলে তিনি বলেন আজ ছিল সুন্দলপুর বাজারের হাট, প্রতি রবিবার ও বুধবার এখানে হাট বসে এই কারণে বিকালে সাধারণ মানুষজন হাটে আসলে তাদের আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতন করা হয় এবং স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: