তালায় গৃহবধূকে শ্লীলতাহানীর অভিযোগে ১জন আটক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ জুন ২০২১ ১৬:৪৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জুন ২০২১ ১৬:৪৪

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ) খুলনা ব্যুরো।। সাতক্ষীরা তালার পল্লীতে এক গৃহবধূর শ্লীলতাহানীর অপরাধে প্রদীপ মন্ডল ওরফে পাচু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে তালা থানা পুলিশ৷সে তালা উপজেলার শাহাপুর গ্রামের সন্তোষ মন্ডলের পুত্র। ২০ জুন (রবিবার) বিকালে তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় তালা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১১ তারিখ ২০/৬/২০২১ ইং৷মামলার বিবরনে জানা যায়, খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামের সন্তোষ মন্ডলের পুত্র প্রদীপ মন্ডল (৩৬) গত ১৮ জুন দুপুরে প্রতিবেশী এক গৃহবধূকে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে । এ সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়।গৃহবধূর স্বামী প্রভাষ জানায়, ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না, পরে বাড়ীতে এসে প্রদীপ মন্ডলের বাবাকে ঘটনা জানালে, আসামীরা ক্ষিপ্ত হয়ে আমার বাড়ীতে হামলা চালায়। এ সময় আমাকে সহ আমার স্ত্রীকে মারপিট করে এবং হত্যার হুমকী দেয়। এ ব্যাপারে প্রদীপ মন্ডলের নামে তালা থানায় একটি এজাহার করি৷তালা থানার এস আই প্রীতিষ জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় প্রদীপ মন্ডলকে আটক করা হয়েছে। তার নামে একটি মামলা করা হয়েছে৷ ২১ জুন তাকে জেল হাজতে প্রেরন করা হবে৷তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল জানান, শ্লীলতাহানীর মামলায় আসামীকে জেল-হাজতে প্রেরন করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: