চিকিৎসার জন্য দেবাশীষ রায়কে আর্থিক সহযোগিতা করলেন এস এম ইয়াকুব আলী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ জুন ২০২১ ১৪:১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২১ ১৪:১১

ছবি সমসাময়িক
সমসাময়িক ডেস্ক: ২৬ বছরের টগবগে যুবক দেবাশীষ রায়ের শরীর ক্রমোশ্য দূর্বল হয়ে আসছে। চিকিৎসার খরচ জুটাতে পারছে না তাই ঠিকমত চিকিৎসা নিতে পারছেন না। এ কারণে টগবগে যুবক দেবাশীষ রায় এখন শুকিয়ে ক্ষীণ শরীরে পরিণত হতে চলেছে। মণিরামপুর উপজেলার সৈয়দমাহমুদপুর গ্রামের মৃত অসিম রায়ের ছেলে দেবাশীষ রায়। হার্ডের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে। নিজের কোন অর্থ নেই তাই ঠিকমত চিকিৎসা হতে পারছেন না। তিনি দিনমজুরের কাজ করেও চিকিৎসা খরচ মিটিয়েছেন এক সময়। কিন্তু এখন আর পারছেন না দেবাশীষ রায়। তাই অন্যের সহযোগিতা চাইছেন দেবাশীষ রায়। বিষয়টি জানতে পেরে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী নগদ অর্থ পাঠান। তারই অংশ হিসেবে শুক্রবার বিকেলে এস এম ইয়াকুব আলীর পক্ষে পৈত্রিক নিবাস আগরহাটি গ্রামে এ নগদ অর্থ সহায়তা প্রদান করেন তার পিতা আলহাজ্ব মোঃ জবেদ আলী সরদার।


আপনার মূল্যবান মতামত দিন: