পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট: থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জুন ২০২১ ১৮:৩৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুন ২০২১ ১৮:৩৭

ছবি সমসাময়িক
  মোঃ মানছুর রহমান (জাহিদ)।। পাইকগাছায় ইউপি সদস্য প্রার্থী কে জড়িয়ে ফেসবুক আইডিতে বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে মানসম্মান ক্ষুন্ন করা সহ মাঠ ঘোলাটে পাঁয়তারার অভিযোগে জনৈক ফসিয়ার সহ ৩ জনের নামে থানায় জিডি হয়েছে। এলাবাসী তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। পুলিশ তদন্তে শুরু করেছে। অভিযোগে জানা যায়, পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্ৰামের শফিকুল ইসলামকে একই গ্ৰামের আঃ হালিম টানা হেচড়া ও হুমকি ধামকি দেয়।এ ঘটনায় শফিকুল ইসলাম হালিমের বিরুদ্ধে পাইকগাছায় থানায় জিডি করে।যার নং ৩৪৮ তাং ৭/৬/২১ ।ঐ জিডিতে কপিলমুনি ইউনিয়নের ৭ ওয়ার্ডের সদস্য প্রার্থী , বর্তমান সদস্য এজাহার আলী গাজীর নাম নেই । এমনকি তার কোন সংশ্লিষ্টতা নেই ।অথচ এজাহার আলী গাজী কে জড়িয়ে fosier Rahman ফেসবুক আইডিতে মানসম্মান ক্ষুন্ন,ইউপি নির্বাচন ঘোলাটে করতে বিভ্রান্তি মূলক পোস্ট দিয়েছে। এ বিষয়ে এজাহার আলী গাজী শ্যামনগর গ্ৰামের ফসিয়ার রহমান ও তার সহযোগী মোস্তফা গাজী এবং সালামের বিরুদ্ধে পাইকগাছা থানায় জিডি করেছে।যার নং ৩৮০ তাং ৭/৬/২১ । এলাকাবাসী মঙ্গলবার সকালে আগড়ঘাটা বাজারে হাতে প্লাকার্ড নিয়ে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে পাইকগাছা থানার এসআই শহীদ ইতোমধ্যে তদন্তে নেমে পড়েছে ।এস আই শহীদ জানান, বিষয়টি তদন্তাধীন , উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা না করে মন্তব্য করতে রাজি হননি। ইউপি সদস্য ও প্রার্থী ইজাহার আলী গাজী বলেন আমি ৩ বার ইউপি সদস্য।কাজ করতে যেয়ে ত্রুটি হতে পারে। যে ঘটনায় আমি জড়িত না এমনকি জিডিকারী শফিকুল ইসলাম আমার নাম কোথাও আনেনি ।সেখানে ফেসবুকে ফসিয়ার রহমান আমার নামে বিভ্রান্তি মুলক পোস্ট দিয়ে মানসম্মান ক্ষুন্ন ও নির্বাচন ঘোলাটে চেষ্টা করবে ।তাই আমি আইনি সহায়তা চেয়ে থানায় জিডি করেছি।আমি প্রসাশনের কাছে সঠিক বিচার চাই।


আপনার মূল্যবান মতামত দিন: