মনিরামপুর মহাসড়কে মোটরসাইকেল মুখমুখি সংঘর্ষে আহত ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২১ ১৩:৪১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২১ ১৩:৪১

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। যশোর সদর উপজেলা মনিরামপুর মহাসড়কে সতীঘাটা কামালপুর কেন্দ্রীয় মসজিদ মোড় সংলগ্নে মনিরামপুর দিক থেকে ছেড়ে আসা ১টি এফ জেট A L- 12-2635 মোটরসাইকেল এবং অপারটি Hero - s যশোর দিক থেকে ছেড়ে আসলে পথিমধ্যে কামাল পুর কেন্দ্রীয় মসজিদের মোড় স্থানে আসলে মোটরসাইকেল ২টি মুখমুখি সংঘর্ষে মটরসাইকেল চালক দুইজনই আহত হয। চালক আহত দুইজনকে যশোর সদর হাসপাতালে পাঠিয়ে দেন স্থানীয় এলাকাবাসির সহযোগিতায়। সড়কের মসজিদ মোড় সংঘর্ষে বিকট শব্দে এলাকাবাসী ঘটনার স্থানে এসে মোটরসাইকেল এবং চালক ২ জনকে উদ্ধার করেন, এবং মোটরসাইকেল ২টি স্থানীয় কেন্দ্রীয় মসজিদের পাশের বাড়ীতে রাখা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: