মাদক ব্যবসায়ী চাকু মেরে রক্তাক্ত করলো ওয়ার্ড সচিবকে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মে ২০২১ ১৩:৩৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মে ২০২১ ১৩:৩৩

ছবি সমসাময়িক
  টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি।। টঙ্গীর খরতৈল কাজীপাড়া রোড এলাকায় সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীদের মাদক সেবনে বাধা দেওয়ায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯, ৫০, ও ৫১নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিনের সচিব সাইফুল ইসলামকে মেরে গুরুতর আহত করেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। গুরুতর আহত অবস্তায় এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী জানান, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মো: টিটু (৩৩), পিতা-মৃত কাজী খলিল উদ্দিন, সাং-খরতৈল কাজী পাড়া রোড, (২) মো: রিপন (২৬), পিতা-দেলোয়ার হোসেন, সাং-ঈদগা রোড, বড়বাজার কাশেম মার্কেট (৩) মো: খলিল (৩৫), পিতা- মো: আমির হোসেন, সাং-কাজী বাড়ি এলাকায় মাদক সেবন ও ব্যবসা করে আসছে। এতে ওয়ার্ড সচিব সাইফুল ইসলাম তাদের মাদক ব্যবসায় ও সেবনে বাধা দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এরই জের ধরে গত ৩০ মে, রাত ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সচিব সাইফুল ইসলামের উপর তারা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সচিব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল করিম জুয়েল জানান, আমাদের সহকমর্ী সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার শিরিনের সচিব সাইফুল ইসলামকে স্থানীয় বখাটে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অনতিবিলম্বে আসামীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি। অন্যথায় আমরা মানববন্ধনসহ যে কোন কর্মসূচি পালন করবো। এ ঘটনায় অভিযুক্ত টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ খরতৈল কাজীপাড়া মাসকো গার্মেন্টস এর পিছনের গলিতে মাদক ব্যবসায়ী টিটুর ব্যাপারে এলাকাবাসী জানান, টিটু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে আছে। তাদের মাদক ব্যবসায় প্রতিবাদ করলে তাদের উপর হামলা করে। ইতিপূর্বে মাদক ব্যবসায়ী টিটু মাদকসহ কয়েকবার গ্রেফতার হয়েছে। জামিনে এসে আবারো এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পরানের নেতৃত্বে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কেউ তাদের প্রতিবাদ করলে তার উপর নেমে আসে বিভিন্ন ধরনের হামলা মামলা। এলাকাবাসী আরো জানান, তার বড় বোন টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হওয়ায় রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে সে বিভিন্ন অপরাধ করে আইনের চোখে ফাঁকি দিয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে। গুরুতর আহত সাইফুল ইসলাম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সোলারদায় গ্রামের মো: সানাউল্লা হক আকন্দের ছেলে। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১নং ওয়ার্ডের কাজীপাড়া এলাকার মো: রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।


আপনার মূল্যবান মতামত দিন: