
বিশেষ প্রতিনিধি।।
যশোর অভয়নগরের ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দেয়াপাড়া গ্রামের সুমন কুমার পাল-এর চিকিৎসা বন্ধ অর্থের অভাবে। মেরুদণ্ডের হাড় ভেঙ্গে সুমন খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ভুক্তভোগী, তবে এখন অর্থের অভাবে সময় কাটে তার নিজ বাড়ির বিছানায়।
সুমন কুমার পাল নড়াইল ভিক্টোরিয়া কলেজের অনার্স ২য় বর্ষের একজন মেধাবী ছাত্র দূর্ঘটনাবসত গত ৪ এপ্রিল গাছ থেকে পড়ে মেরুদণ্ডের হাড় ভেঙ্গে বিছানায় পড়ে! গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. বি কে বসু এর দেওয়া অপারেশন নোট অনুযায়ী প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা প্রয়োজন তার অপারেশন বাবদ কিন্তু দরিদ্র পরিবারের সন্তান হওয়ার কারণে অসুস্থ অবস্থায় অসহায় জীবন পার করছে সুমন কুমার পাল।
পরিবারটির নিকট সাহায্যের হাত বাড়িয়েছে কিছু মানুষ কিন্তু সেটাতে ঔষধ কিনতেই হিমসিম খাচ্ছে সুমন কুমার পাল এর পিতা ভেজাল কুমার পাল। তবে সমাজের কিছু বিত্তবান মানুষ যদি পরিবারটির পাশে দাড়ায় তবে এলাকাবাশী আশাবাদী মেধাবী ছাত্র সুমন কুমার আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে।
এ বিষয়ে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নে চেয়ারম্যান মোঃ আলী মোল্লা সাংবাদিকদের জানান সুমন কুমার পাল-এর চিকিৎসার ব্যাপারে তিনি তার সাধ্যমত সর্বোচ্চ সহোযোগিতা করবেন।

আপনার মূল্যবান মতামত দিন: