যশোরের সতীঘাটায় ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ মে ২০২১ ০৬:২০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে ২০২১ ০৬:২০

ছবি সমসাময়িক
  মোঃ ওয়াজেদ আলী।। যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের সতীঘাটা তোলাগোলদার পাড়া গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।ভুক্তভোগী'র শিশুর দাদীর ভাষ্যমতে জানাযায়, গত বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ টার দিকে ৫ম শ্রেণী পড়ুয়া এক শিশু তার বাড়ির নিকটবর্তী পুকুরে গোসল করতে যায়। পথিমধ্যে তোলাগোলদার পাড়া গ্রামের মৃতঃ রহমান বিশ্বাসের ছেলে লম্পট আনার বিশ্বাস (৪৫) শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক হাত ধরে টানতে টানতে পাশ্ববর্তী বাগানে নিয়ে যাচ্ছিলেন। সে সময় শিশুটি বুঝতে পারে বলে চিৎকার ও চেচামেচি শুরু করলে পাশ্ববর্তী বাড়ি থেকে লোকজন বের হয়ে আসে। তখন লম্পট আনার বিশ্বাস শিশুটিকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে বলেন, সবাইকে বলবি আমি সাপ দেখে ভয়ে চিৎকার করেছি, তখন লম্পট আনার বিশ্বাস শিশুকে বলেন তুই যদি না বলিস তোকে এ তোর পরিবারকে প্রাণে মেরে ফেলবো মর্মে হুমকি ধামকি দিয়ে লম্পট আনার বিশ্বাস পালিয়ে যায়। এ ঘটনাই শিশুটির দাদী আরো বলেন, আমি ঐ সময় ঘটনাটি সংশ্লিষ্ট ইউপি সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে জানিয়েছি। এ ঘটনাটির বিষয় উক্ত গ্রামের ইউপি সদস্য জাকির হোসেন'র কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি উক্ত ঘটনাটি মোবাইলের মাধ্যমে শুনেছি। ঘটনার দিন আমি এলাকার বাইরে অবস্থান করছিলাম। এলাকায় এসে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মূল্যবান মতামত দিন: