
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মণিরামপুরে গরীব, অসহায় দু:স্থদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বুধবার আগরহাটি গ্রামে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী।
ঈদ বস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মেহেদী হাসান, মণিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জি এম ফারুক আলম, সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক এস. এম সিদ্দিক, সাংবাদিক আব্দুল মতিন, অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সমসাময়িক সম্পাদক শাহ্ জালাল, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক হাজী আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ব্যবসায়ী জিয়াউর রহমান, রিপন হোসেন প্রমুখ।
এস এম ইয়াকুব আলী বলেন, আর্তমানবতার সেবা পরম ধর্ম। সেই উপলবদ্ধি থেকেই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে থাকবো এভাবেই আর্তমানবতার সেবায় কাজ করে যেতে চাই। মানুষের জন্য কিছু করতে পারা, এটা যে কোন মানুষের জন্য বড় পাওয়া। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতেও এ সকল অসহায় ও দুঃস্থদের মাঝে সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: