
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: টঙ্গী থানা ছাত্রলীগ নেতা মো আসাদ সিকদারের ৩৪ তম জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে পিতা মো আব্দুস সালাম ও মাতা মোছা নাজিমা বেগমের কোল জোরে পৃথিবীর আলো দেখতে শুরু উদীয়মান ছাত্রলীগ নেতা আসাদ সিকদার।
তিনি তার জন্ম দিনে আনন্দ উল্লাস না করে অসহায় ও নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা রোজাদারদের জন্য ইফতার আয়োজন করেন। গত কাল (১০ মে) সোমবার বিকালে টঙ্গীর মরকুন গুদারা ঘাট তার বাড়ির সামনে প্রায় ৮ শতাধিক মানুষ মধ্যে নিজ হাতে ইফতার প্রদান করেন।
ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, ছাত্রলীগ নেতা আলামিন, গাজীপুর মহানগর ছাত্রলীগ ও টঙ্গী থানা ছাত্রলীগ সহ ৪৭,৪৮,৫৪ নং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। জন্ম উপলক্ষে ইফতার বিতরণ কালে, টঙ্গী থানা ছাত্রলীগ নেতা মো আসাদ সিকদার বলেন, করোনায় রমজানের কর্মহীন হয়ে পড়া পরিবারে মধ্যে জন্ম দিন উপলক্ষে ইফতার বিতরণ করতে পেড়ে আমি অত্যন্ত খুশি।

আপনার মূল্যবান মতামত দিন: