
সমসাময়িক ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মণিরামপুরে গরীব, অসহায় দু:স্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার উপজেলার খেদাপাড়া বাজারে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলীর পক্ষে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, খেদাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউনুছ আলী, খেদাপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মাস্টার আব্দুল মালেক, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, রিপন হোসেন প্রমুখ।
সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী বলেন, মা মাটি মানুষ ও মাতৃভূমির কাছে প্রতিটি মানুষই ঋণি। সেই আত্ম-উপলদ্ধি থেকেই মানুষদের জন্য কিছু করা। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতেও এ সকল অসহায় ও দুঃস্থদের মাঝে সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার মূল্যবান মতামত দিন: