
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর: টঙ্গীতে একটি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতি বিকালে টঙ্গীর অলি মোল্লা এম.এ সাত্তার এতিমখানা মাদ্রাসা ও কোরআন গবেষণা কেন্দ্রর প্রায় ৪শত জন শিক্ষক ও ছাত্রদের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক, নগদ টাকা ছাড়াও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। অলি মোল্লা এম.এ. সাত্তার এতিমখানা,মাদরাসা ও কোরআন গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব এম.এ সাত্তার মোল্লার নিজ উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক রায়হান মাহমুদ খাঁন শামীম, হাজী নরুল আমিন, কাশেম মোল্লা, এসি শাহিন সহ সমাজের গণমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: