কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে কৃষকের ধান কেটে দিলেন স্কুলের শিক্ষক-ছাত্ররা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ মে ২০২১ ১৩:১৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ মে ২০২১ ১৩:১৭

ছবি সমসাময়িক
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুর মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা সোমবার সকালে মঙ্গলকোট এলাকার সিদ্দিকুর রহমান সরদারের ১০ কাঠা জমির ধান কেটে সহযোগিতা করেছেন। শণিবারও ১০ কাঠ জমির ধান কেটেছিলেন তারা। মঙ্গলকোট ইউনিয়নের মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু শাহিন মো: আছাদুজ্জামান মোড়ল, আলমগীর হোসেন, দুই ছাত্র অয়ন মল্লিক ও মুক্তাদির রহমান মিলে মঙ্গলকোটের পাথরা এলাকার সিদ্দিকুর রহমান সরদারের ১০ কাঠা জমির ধান কেটে সহযোগিতা করেছেন। কৃষক সিদ্দিকুর রহমান সরদার জানান, শেখ হাসিনা’র এই মহোতী উদ্যোগে আজ শিক্ষকরাও মাঠে নেমে কৃষকের সহযোগিতা করাই নেত্রীকে সাদুবাদ জানাই। তিনি আরও বলেন, গতবারের থেকে এবার করোনা ভাইরাসের আক্রমন দ্বিগুণের চেয়েও বেশি। শ্রমিক সংকটের ফলে আমার পক্ষে এ অসাধ্য কাজ সাধন করা সম্ভব ছিল না। আমার এই বৃহৎ উপকারের জন্য মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।


আপনার মূল্যবান মতামত দিন: