
বিশেষ সংবাদ।।
কালজয়ী মুক্তিযুদ্ধ ভিত্তিক লেখা "একাত্তরের দিনগুলি" লেখক শহীদ জননী, শিক্ষাবিদ ও একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমামের আজ জন্মবার্ষিকী।
তিনি জন্ম গ্রহণ করেন ১৯২৯ সালের ৩ মে ভারতের মুর্শিদাবাদ জেলায় আর মৃত্যু বরণ করেন ২৬ জুন ১৯৯৪ সালের ২৬ জুন ঢাকায়।
বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের পক্ষ থেকে শহীদ জননী জাহানারা ইমামের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে আত্মার শান্তি কামনা করছি।
তিনি একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত।
তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল গেরিলা অপারেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং পরবর্তীতে নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেন।
বিজয় লাভের পর রুমীর বন্ধুরা রুমীর মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধার মা হিসেবে বরণ করে নেন৷ রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মযার্দায় ভূষিত হন৷
আশরাফ হায়দার
সদস্য,যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ ও
সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, কেন্দ্রীয় কমিটি

আপনার মূল্যবান মতামত দিন: