শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও মাস্ক বিতরন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ মে ২০২১ ০৮:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ মে ২০২১ ০৮:০৬

ছবি সমসাময়িক
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার ১২নং শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারন সম্পাদক মণিরামপুরের কৃতি সন্তান লেখক ভট্টাচার্যের নির্দেশে অসহায়,গরীব রোজাদার পথচারীদের মাঝে ইফতার ও মাস্ক বিতরন করা হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামকুড় ইউনিয়নের চিনাটোলা বাজারে যশোর-সাতক্ষীরা মহাসড়কে রোজাদার পথচারীদের মাঝে এই ইফতার ও মাস্ক বিতরন করা হয়। শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ইফতার বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক ফজলুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য মাহমুদুল হাসান রকি, রমেশ দেবনাথ, মেহেদী হাসান রাতুল,কলেজ ছাত্রলীগ নেতা মোঃ কামরান হোসেন, এম,এ,আই রাকিব হোসেন,পৌর ছাত্রলীগ নেতা সাইফুর রহমান অভি,উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন শান্ত, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ রনি হোসেন, আবিদ হোসেন,সিয়াম, হৃদয়,মোতালেব হোসেন,জীম,হৃদয় হোসেন,আকাশ কুন্ডুসহ আরো অনেকে। এসময় তারা সবার মাঝে সুন্দরভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার বিতরন করেন। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান বলেন,দেশের এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সব সময় দেশের মানুষের পাশে বন্ধুর মতো কাজ করছে।অসহায় কৃষকের ধান কাঁটা থেকে শুরু করে গরীব, ভ্যানচালক পথচারী রোজাদারদের মাঝে আমরা ইফতার বিতরন করছি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সবার সহোযোগিতা কামনা করেন তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: