
দৈনিক সমসাময়িক ডেস্ক।।
আজ (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। দিনটি আন্তর্জাতিক শ্রমিক দিবস নামেও পরিচিত। ‘শ্রমিক-মালিক নির্বিশেষ, মুজিববর্ষে গড়বো দেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে পালিত হচ্ছে এবারের মে দিবস। বরাবরই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে দিনটি যশোর সিটি প্লাজাতে পালিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ রোধে গতবারের মতো এ বছরও সব ধরনের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন যশোর সিটি প্লাজার মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। মহান মে দিবস উপলক্ষে যশোর সিটি প্লাজার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এসএম ইয়াকুব আলী বলেন চলমান সংকটে কর্মহীন, খেটে খাওয়া আমার জন্মস্থান মণিরামপুরের শ্রমজীবী মেহনতি মানুষের পাশে অতীতে ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই করোনা কালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল বিত্তবান ও স্বচ্ছল মানুষদের প্রতি আহ্বান জাননিয়ে, সকল শ্রমজীবী মানুষের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

আপনার মূল্যবান মতামত দিন: