প্রধানমন্ত্রী ও শেখ রেহানাকে গালিগালাজ; বিএনপি নেতা এমএ মালেকের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৬:৩২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২১ ১৬:৩২

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি এমএ মালেকের সিলেটের বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।   বুধবার (২৮ এপ্রিল) সকালে সিলেট জেলা ছাত্রলীগের নেতৃত্বে শতাধিক বিক্ষুব্ধ লোকজন হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুর করে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কেউ হতাহত হননি। জানা যায়, গত মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক ফেসবুক লাইভে একটি টকশোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  তার বোন শেখ রেহানার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। অকথ্য ভাষায় তার এসব গালাগাল এবং নানা মন্তব্যে ক্ষোভের আগুনে ফুঁসছিলেন সিলেটেসহ দেশ বিদেশে আওয়ামী ঘরানার রাজনৈতিক নেতাকর্মীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ, এর আগেও তিনি বিভিন্ন টকশোতে এমন অশ্লীল কথাবার্তা বলেছেন তিনি। লাইভের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। তারই এক পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলার তেতলি গ্রামে মালেকের বাড়িতে হামলা হয়েছে বলে জানান স্থানীয়রা। দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ যাওয়ার পরপরই ক্ষুব্ধ লোকজন চলে যান।


আপনার মূল্যবান মতামত দিন: