মনিরামপুরে আগুনে নিঃস্ব সেই পাঁচ পরিবারকে ঘর দেবেন উপজেলা চেয়ারম্যান- নাজমা খানম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১ ১৪:৩০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১ ১৪:৩০

ছবি সমসাময়িক
  উত্তম চক্রবর্তী মনিরামপুর যশোর অফিস।। যশোরের মণিরামপুরে চুলার আগুনে নিঃস্ব সেই পাঁচ পরিবারকে ঘর দেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে সরেজমিন তিনি খড়িঞ্চি গ্রামে পুড়ে যাওয়া ঘরগুলো পরিদর্শন করেন। এসময় নাজমা খানম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শাড়ি, লুঙি, গামছা বিতরণ করেন। একইসাথে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান এসএম আব্দুল হক পাঁচ পরিবারের মাঝে দুই হাজার করে ১০ হাজার টাকা বিতরণ করেন। এরআগে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান ক্ষতিগ্রস্ত ঘরগুলো পরিদর্শন করেন। তখন তিনি পাঁচ পরিবারের মাঝে চাল, ডাল, তেল ও সাবান বিতরণ করেছেন। নাজমা খানম বলেন, গণমাধ্যমে খড়িঞ্চি গ্রামে আগুনে পাঁচ পরিবার নিঃস্ব হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারিভাবে ঘর দেওয়ার ব্যবস্থা করব। পরিবারগুলোর মাঝে উপস্থিত বস্ত্র বিতরণ করেছি। স্থানীয় চেয়ারম্যান আব্দুল হককে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের তালিকা করতে বলেছি। তাদের কাপড়চোপড় কিনে দেওয়ার ব্যবস্থা করব। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে রান্নার চুলার আগুনে উপজেলার খড়িঞ্চি গ্রামের প্রভাস রায়, সাধন রায়, সুজিত রায়, হরিদাস রায় ও রণজিৎ রায়ের বসতঘরসহ রান্নাঘর পুড়ে ছাই হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: