
মণিরামপুর প্রতিনিধি।।
মণিরামপুরের ৮নং হরিহরনগর ইউনিয়ন খাটুরা বাঁওড়ে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে মনিরুজ্জামান (মনি) নামে স্থানীয় এক প্রভাবশালী যুবকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল দশটায় মনিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ এই দন্ড প্রদান করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) পলাশ দেবনাথ বলেন গত মঙ্গলবার "দৈনিক সমসাময়িক" নিউজ পোটালের এর সম্পাদক মোঃ শাহ্ জালালের দেওয়া এক ফেসবুক স্টাটাসে যেখানে উল্লেখ ছিলো মনিরামপুরে এবার বালি খেকোদের নজর পড়েছে খাটুরা বাঁওড়ে, অবৈধ বালি উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ঐ স্টাটাস এর ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা মিললে এই দণ্ড প্রদান সহ বালি উত্তোলনও বন্ধ করা হয়েছে। ‘বালি তোলা বন্ধ করে তাকে মেশিন তুলে নিতে বলা হয়েছে। বিকেল তিনটা পর্যন্ত সময় চেয়েনিয়েছে মনিরুজ্জামান মনি, একসময়ে মধ্যে নিতি বালি উত্তোলনের মেশিন বাঁওড় থেকে তুলে নিবে বলে জানিয়েছেন। এর আগের এই একই বাঁওড় থেকে বালি তোলার অপরাধে মিকাইল হোসেন নামে এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করে তার কার্যক্রম বন্ধ করে দিয়েছিলেন মনিরামপুর উপজেলার ইউএনও সৈয়দ জাকির হাসান।

আপনার মূল্যবান মতামত দিন: