
গাজীপুর।।
চান্দনা হাইস্কুলের সাবেক শিক্ষক, খাইলকৈর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন মিয়া (বিএসসি) (৮২) পহেলা রমজান ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা...রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় খাইলকৈর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসু নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।

আপনার মূল্যবান মতামত দিন: