বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন মিয়া (বিএসসি) ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১ ১৪:২৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১ ১৪:২৫

ছবি সমসাময়িক
  গাজীপুর।। চান্দনা হাইস্কুলের সাবেক শিক্ষক, খাইলকৈর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন মিয়া (বিএসসি) (৮২) পহেলা রমজান ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লা...রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৩টায় খাইলকৈর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসু নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এড. মো: জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল।


আপনার মূল্যবান মতামত দিন: