
বিশেষ প্রতিনিধি।।
লালমনিরহাটের কুলাঘাট এলাকায় শুক্রবার মধ্যরাতে এক বোতল ফেন্সিডিল সাথে থাকার অভিযোগ তুলে দৈনিক জনকন্ঠ ও বাংলাদেশ সংবাদ সংস্থা'র লালমনিরহাট প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে বিজিবি আটক করেন।
আটকের পর তাকে যেভাবে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে বিষয়টি গভীর উদ্বেগ এবং সন্দেহ ফেরাতে পারেনা। পাশাপাশি ওই সাংবাদিককের শরীরে নিযাতর্নের চিহ্ন কেন? সাংবাদিক শাহীন আদিতমারী মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবেও কর্মরত।
পরে এক ভিডিও স্বাক্ষাতকারে সাংবাদিক বলেন আমার কাছে কোন ফেনসিডিলের বোতল ছিলনা। তিনি আরো বলেন আমার পকেটে থাকা এক হাজার টাকার নোট ছিল বিজিপি সদস্যরা তাও নিয়ে নেন এবং আমাকে অনেক মারধর করেন।
সাংবাদিকের ভিডিও স্বাক্ষাতকারটি পুলিশ ও বিজিপির সামনেই নেয়া হয়েছে। বিজিবি ও পুলিশ এর কোন উত্তর দিতে পারে নাই। তাতে কি এটা প্রমাণ হয় না যে মধ্য রাতের ঘটনাটা সম্পুর্ন সাজানো। নাকি বিজিপি নিজেদের কোন ঘটনা আঁড়াল করার জন্য সাংবাদিকের উপর দোষ চাপিয়ে বিজিপির কোন অপরাধ লুকানোর চেষ্টা চলছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবী করছে।

আপনার মূল্যবান মতামত দিন: