
নিজস্ব প্রতিবেদক।।
লকডাউনের প্রথম দিনে দেশে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্তে ৫২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৩১৮ জন। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৭৫ জন। এটা দেশের দ্বিতীয় সর্বোচ্চ শনাক্ত। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ছয় লাখ ৪৪ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মৃত পুরুষের সংখ্যা ৩৪, মৃত নারীদের সংখ্যা ১৮ জন। মোট ৫২ জনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৫০ জন এবং বাড়িতে মৃত্যু হয় ২ জনের।

আপনার মূল্যবান মতামত দিন: