উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস আর নেই

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ০৩:৪৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ মার্চ ২০২১ ০৩:৪৮

ছবি সমসাময়িক
  বিশেষ প্রতিনিধি।। উপমহাদেশের শ্রেষ্ঠ মুফতি, দেশবরেণ্য আলেম, বাংলাদেশ সরকারের সাবেক ধর্মপ্রতিমন্ত্রী, কওমী মাদ্রাসা বো্ডের সহ-সভাপতি, জমিয়ত উলামায় একাংশের চেয়ারম্যান, যশোরের মনিরামপুর জামেয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসার মুহতামিম ও বিজয়রামপুর গ্রামের রত্ন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রাজধানীর মহাখালী শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আজ ৩১শে মার্চ আনুমানিক ভোর ৪:৩০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজেউন)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর গুলিস্তান পীর ইয়ামেনী জামে মসজিদের খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী। হুজুরের মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ৩ ছেলে ও ৪মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার এই মৃত্যুতে গোটা দেশ সহ মণিরামপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মূল্যবান মতামত দিন: