মণিরামপুরের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি ওয়াক্কাস জীবনমৃত্যুর সন্ধিক্ষনে 

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২১ ১৬:০৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২১ ১৬:০৫

ছবি সমসাময়িক

ছবি সমসাময়িক

মোঃ শাহ্ জালাল।। জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী যশোর-৫ মনিরামপুর আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য কওমী মাদ্রাসা বোর্ডের সহসভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। তিনি বর্তমান ঢাকায় শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনষ্টিটিউট হাসপাতালের আইসিইউতে(ইনসেনটিভ কেয়ার ইউনিট) নিবিড় পর্যবেক্ষনে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, কিডনি এবং ফুসফুসে রোগে ভূগছিলেন। ইতিপূর্বে তার ওপেন হার্ট সার্জারী করা হয়। সর্বশেষ তিনি করোনা আক্রান্ত হন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক নায়েবে আমীর মনিরামপুরের জামেয়া ইমদাদীয়া মাদানীনগর মাদ্রাসার মুহতামিম মুফতি ওয়াক্কাসের ছেলে মুফতি আবদুর রশিদ জানান, কয়েকদিন আগে তার পিতা (ওয়াক্কাস)অসুস্থ্য হয়ে পড়লে প্রথমে তাকে ভর্তি করা হয় যশোরের ইবনে সিনা গায়গনষ্টিক সেন্টারে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার শরীর থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে করোনা সনাক্ত হয়। ফলে মঙ্গলবার বিকেলে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসকে শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনষ্টিটিউট হাসপাতালের আইসিইউতে(ইনসেনটিভ কেয়ার ইউনিট) ভর্তি করা হয়। তিনি এখন আইসিইউতি বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষনে চিকিৎসাধীন রয়েছে। তার ছেলে আবদুর রশিদ জানান, বর্তমান মুফতি ওয়াক্কাসের ফুসফুস প্রায় অকেজো হয়ে পড়েছে। ফলে ক্রমেই অবস্থার অবনিত হচ্ছে। তিনি এখন জীবনমৃত্যুর সন্থিক্ষনে রয়েছেন। এ দিকে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের আশুরোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।



undefined

আপনার মূল্যবান মতামত দিন: