
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর মহানগর যুবলীগের হুইল চেয়ার ও শাড়ি-লুঙ্গি বিতরণ গাজীপুর প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে ভোগড়া এলাকায় আলোচনা সভা, দরিদ্রদের মধ্যে লুঙ্গি-শাড়ি, রান্না করা খাবার ও হুইল চেয়ার বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৪নং ওয়ার্ডের যুবলীগ আহ্বায়ক মো. আমিরুল ইসলাম. ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনির হোসেন সাগর, ২৯নং ওয়ার্ডের যুবলীগ আহ্বায়ক মো. তানবীর আহমেদ সিদ্দিকী, ৪২ নং ওয়ার্ডের আহ্বায়ক মো. শাহিনুর রহমান, ২৩নং ওয়ার্ডের যুবলীগ আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন, পূবাইল থানার যুবলীগ নেতা শেখ আব্দুল হালিম, টঙ্গী থানা যুবলীগ নেতা লিটন সরকার প্রমূখ। আলোচনাসভা শেষে এক প্রতিবন্ধিকে হুইল চেয়ার প্রদান, এবং দুই শতাধিক দরিদ্র ও অসহায় নর-নারীর মধ্যে রান্না করা খাবার, লুঙ্গি-শাড়ি বিতরণ করা হয়। ইতিাপূর্বে এদিন সকালে যুবলীগ গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: