ডিমলায় ডু সামথিং ফাউন্ডেশন এর অর্থায়নে “হুইল চেয়ার” পেলো প্রতিবন্ধী আফরোজা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১ ০৯:২৭

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১ ০৯:২৭

ছবি সমসাময়িক
  হাছানুর রহমান নীলফামারী।। ডু সামথিং ফাউন্ডেশন এর অর্থায়নে “হুইল চেয়ার পেলো নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড (কাকিনা) এর প্রতিবন্ধী আফরোজা আক্তার । এতে সার্বিকভাবে সহযোগীতা করেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার । শুক্রবার ১২ মার্চ বিকেলে আফরোজাকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। আফরোজা আক্তার বয়সঃ ১৩ বছর, পিতা- মোঃ আনারুল ইসলাম, মাতা- মোছাঃ শরিফুল বেগম। জন্ম থেকে প্রতিবন্ধী আফরোজা । হাঁটা চলা করতে পারে না, মাটিতে, চেয়ারে, বিছানায় শুয়ে বসে সারাদিন কাঠিয়ে দেয়। দারিদ্র্যের সংসার অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালায়। আর্থিক সামর্থ না থাকায় হুইল চেয়ার কিনে দিতে পারে নি। আমাদের কাছে একটা হুইল চেয়ার এর আবেদন করায় আমরা ডু সামথিং এর আর্থিক সহযোগিতায় আফরোজাকে হুইল চেয়ারের ব্যবস্থা করে দেই। হুইল চেয়ার পেয়ে আফরোজা আক্তার অনেক খুশি হয়েছে। এবং তাদের পরিবারেরও সবাই খুশি হয়েছেন। ডু সামথিং ফাউন্ডেশন কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।


আপনার মূল্যবান মতামত দিন: