মণিরামপুরের কৃতি সন্তান "শাহিন"এর নরসিংদীর বেলাবো উপজেলার নবাগত (ইউএনও) হিসাবে যোগদান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ মার্চ ২০২১ ১৭:০৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মার্চ ২০২১ ১৭:০৬

ছবি সমসাময়িক

বিশেষ প্রতিনিধি।।

নরসিংদী জেলার বেলাবো উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যশোর জেলার মণিরামপুর উপজেলা কৃতি সন্তান মোঃ আক্তার হোসেন শাহিন যোগদান করেছেন মঙ্গলবার সকাল ১০টায়। উপজেলা পরিষদ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। একই অনুষ্ঠানে ইউএনও শামীমা শরমিনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।

মোঃ আক্তার হোসেন শাহিন মণিরামপুর উপজেলার ১১নং চালুয়াহাটি ইউনিয়নের হয়াতপুর গ্রামের মোঃ আব্দুল গণি সরদার ও দিলরুবা আক্তার ছেলে। তিনি সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক, কেশবপুর কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রথমে সহকারী কমিশনার হিসাবে যোগদান করেন জেলাপ্রশাসক এর কার্যালয়, দিনাজপুর। পরবর্তীতে সহকারী কমিশনার ভূমি হিসাবে দায়িত্ব পালন করেছেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। এবং বিআরটিএ তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে কর্মরত থাকা অবস্থায় পদন্নোতি পেয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার নবাগত নির্বাহী অফিসার হিসাবে আজ যোগদান করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। দায়িত্ব গ্রহণের পর ইউএনও মোঃ আক্তার হোসেন শাহিন বলেন, বেলাবো উপজেলার রাজনৈতিক দল ও সকল শ্রেণিপেশার প্রতিনিধিদের সমন্বয়ে পূর্ববর্তী ইউএনও দের ভালো কাজের পথ অনুসরণ করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ জনসেবা করে যাবেন।


আপনার মূল্যবান মতামত দিন: