
স্টাফ রিপোর্টার।।
যথাযথ মর্যাদায় সোমবার যশোরের মনিরামপুরে জাতীয় বিমা দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌরশহরে বর্নাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) পলাশ কুমার দেবনাথ। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তি বাচ্চু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পপুলার লাইফের পক্ষে মনিরামপুর সার্ভিস সেল ইনচার্জ কামাল হোসেন, যশোর সার্ভিল সেল ইনচার্জ শাহাদাত হোসেন সুজন, সন্ধ্যানী লাইফের শামিম হোসেন, ফারইষ্ট লাইফের শহিদুল ইসলাম, ডেল্টা লাইফের ফারুক হোসেন প্রমুখ। সার্বিক সহযোগীতায় ছিলেন পপুলার লাইফ।

আপনার মূল্যবান মতামত দিন: