পাইকগাছায় কোভিড- ১৯ ভ্যাকসিন বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২১ ১২:৩৬

ছবি সমসাময়িক
 

মোঃ মানছুর রহমান জাহিদ।।

পাইকগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ডের খ্রীষ্টান ক্যাথলিক মিশন মাঠ প্রাগণে "খ্রীষ্টান সার্ভিস ফর সোস্যাল ডেভলপমেন্ট" এর উদ্যেগে অনলাইন ভিত্তিক কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।শুক্রবার সন্ধ্যায় সিএসএসডি'র পরিচালক রিমন গাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ৭ নং ওয়ার্ডে বারবার নির্বাচিত কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রনজু। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা খ্রীষ্টান মিশনের কৃতি সন্তান বাবু যোসেফ সরকার,সিবাষ্টিন মাখাল,আব্রাহাম সরকার,জসিম সরদার,সাগর সরকার,সামুয়েল বৈরাগী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।যোসেফ সরকার রেজিস্ট্রেশন করে বলেন,সিএস‌এসডি এর মহত উদ্যোগকে স্বাগত জানাই। তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য এটি একটি বড় পাওয়া। কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান বলেন, বিনা খরচে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৪০ বছরের বেশি বয়সী সব শ্রেণি পেশার মানুষ এই বুথ থেকে করোনা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন সুবিধা পাবেন। শুধু জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহৎ উদ্যোগকে সফল করতে সিএস‌এসডি সংস্থা ফ্রি করোনা ভ্যাকসিন রেজিস্ট্রেশন বুধ স্থাপন করেছে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখে প্রয়োজনে উপজেলার বিভিন্ন গ্রামে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: